thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চুয়াডাঙ্গা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

২০১৮ ডিসেম্বর ১৩ ১৪:০৭:৩৫
চুয়াডাঙ্গা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

চুয়াডাঙ্গা ও ময়মনসিংহ প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাকচাপায় তিনজন ও ময়মনসিংহ জামতলায় কাভার্ডভ্যানচাপায় চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) এ দু’টি পৃথক দুর্ঘটনায় মোট সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাকচাপায় আলমসাধুতে থাকা দুই ভাইসহ তিন যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের কুলপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালায় ট্রাকচাপায় আলমসাধুর তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ :ময়মনসিংহ শহরতলীর শিকারীকান্দা সংলগ্ন জামতলায় কাভার্ডভ্যান চাপায় নিহতের সংখ্যা বেড়ে চার জনে দাড়িয়েছে। হয়েছে। এছাড়াও গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, নিহতরা হলেন কৃষক জাকির হোসেন, দিনমজুর আব্দুল খালেক ও শহীদ। আরেকজনের পরিচয় জানা যায়নি। জাকির ও অজ্ঞাত একজন ঘটনাস্থল এবং খালেক ও শহীদকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত খালেকের বাড়ি ধোবাউড়া উপজেলার গোয়াতলা ও শহীদের বাড়ি তারাকান্দা উপজেলায়।

স্থানীয়রা জানায়, চুরখাই গ্রামের কৃষক জাকির হোসেন ধানকাটার লেবার নিয়ে বাড়িতে যাওয়ার পথে পেছন থেকে কাভার্ড ভ্যান চাপা দেয়। এসময় জাকিরসহ ২ জন ঘটনাস্থলেই মারা যায়। পথচারীদের চাপা দিয়ে কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এসময় উত্তেজিত জনতা রাস্তার ওপর অবস্থান নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ঘটনার পর বিচারের আশ্বাস দিয়ে পুলিশ তাদের সরিয়ে দেয়।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর