thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বিজয় দিবস রোববার বন্ধ থাকবে শেয়ারবাজার

২০১৮ ডিসেম্বর ১৩ ১৪:২০:১৬
বিজয় দিবস রোববার বন্ধ থাকবে শেয়ারবাজার

দ্য রিপোর্ট ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে আগামী রোববার (১৬ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। এর আগে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধের কারণে টানা ৩ দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন।

দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হায়েনাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি। বিশ্বের বুকে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম এক বাংলাদেশের। এই যুদ্ধে এদেশের ৩০ লাখ বীর সন্তান শহীদ হয়েছে আর ইজ্জত দিয়েছেন ২ লাখ মা-বোন।

দিনটি উৎযাপন উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর