thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ইয়েমেনে ড্রোন হামলায় নিহত ৫

২০১৩ নভেম্বর ০৯ ১২:৫৭:৫৯
ইয়েমেনে ড্রোন হামলায় নিহত ৫

দিরিপোর্ট২৪ ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলের ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, আবিয়ান প্রদেশের সন্দেহভাজন আল-কায়েদার সদস্যদের লক্ষ্য করে বৃহস্পতিবার দু’দফা ড্রোন হামলা চালানো হয়।

তবে, ইয়েমেন সরকার নাকি যুক্তরাষ্ট্র এ হামলা চালিয়েছে, তা ওই বিবৃতিতে নিশ্চিত করা হয়নি।

এদিকে, মার্কিন ড্রোন থেকে এই হামলা চালানো হয়েছে বলে একজন স্থানীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

আবিয়ান প্রবেশ ইয়েমেন ভিত্তিক আল-কায়েদার আরব উপদ্বীপ শাখার (একিউএপি) শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।

গত বছর যুক্তরাষ্টের সহযোগিতায় ইয়েমেনের সেনাবাহিনী দেশটির দক্ষিণাঞ্চলে আল-কায়েদার যোদ্ধাদের ধরতে অভিযান চালায়। এসময় আল-কায়েদার কার্যক্রম কিছুটা শিথিল হয়ে যায়।

পরে আল-কায়েদার সদস্যরা ফের সংগঠিত হয়ে বিভিন্ন সরকারি স্থাপনা ও কর্মকর্তাদের ওপর হামলা চালানো শুরু করে।

ইয়েমেনে একিউএপির সদস্যদের ওপর যুক্তরাষ্ট্র প্রায়ই ড্রোন হামলা চালায়। তবে, বিভিন্ন মানবাধিকার সংস্থা বিনা বিচারে এভাবে মানুষ হত্যার নিন্দা জানিয়েছে আসছে। এসব হামলায় সন্দেহভাজন আল-কায়েদার সদস্য ছাড়াও বেসামরিক মানুষও নিহত হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো। সূত্র: আলজাজিরা।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর