thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

চুয়াডাঙ্গায় বিএনপির একাধিক নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

২০১৮ ডিসেম্বর ১৪ ১৮:৫৭:৩৯
চুয়াডাঙ্গায় বিএনপির একাধিক নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় নির্বাচনী প্রচারে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। সেই সঙ্গে বাড়ছে সহিংস ঘটনাও। এরই পরিপ্রেক্ষিতে বিএনপির চারটি নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর জীবননগর উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয়সহ চারটি নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। এতে চারটি কার্যালয়ে থাকা দু’টি মোটরসাইকেল, দু’টি টিভি, ৪ শতাধিক চেয়ার পুড়ে গেছে।

জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খাঁন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে জীবননগর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা নোয়াব আলীর বাড়ির সামনে বিএনপির প্রধান নির্বাচনী অফিসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা রাতের আঁধারে গোপনে সংঘবদ্ধ হয়ে কার্যালয়ের তালা ভেঙে আগুন লাগিয়ে দেয়।

‘এ ঘটনায় কার্যালয়ের মধ্যে থাকা দুটি মোটরসাইকেল, দুটি টেলিভিশনসহ ঘরের ভিতরে থাকা চেয়ার, টেবিল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি বিএনপি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১৪,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর