thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ফেনীতে বাসচাপায় দুই ভাই নিহত

২০১৮ ডিসেম্বর ১৪ ২০:৫০:০৫
ফেনীতে বাসচাপায় দুই ভাই নিহত

ফেনী প্রতিনিধি : ফেনীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর নবী ও তার ভাই নুর মোহাম্মদ মুন্সী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের উত্তর ছনুয়া এলাকার বাসিন্দা। নিহত মুন্সী ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুল আউয়াল জানান, মোটরসাইকেলটি উল্টোপথে চলে এলে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নবী নিহত হন। গুরুতর আহত মুন্সীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১৪,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর