thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যু

২০১৮ ডিসেম্বর ১৫ ১০:০৬:৫০
সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যু

সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল মালিক (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ রোডের বুড়িবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মালিকসহ চারজন গুরুতর আহত হন। আব্দুল মালিক ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের ভাই আব্দুল খালিক জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোলাপগঞ্জ বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ঢাকা দক্ষিণে যাচ্ছিল। পথে ঢাকা দক্ষিণ সড়কের বুড়িবাড়ির সম্মুখে আসামাত্র সিলেটগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিচালিত অটোরিকশাচালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক শিবলী জানান, আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র আব্দুল মালিক মারা গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর