thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

সুস্বাদু ক্ষীরসা রেসিপি

২০১৮ ডিসেম্বর ১৫ ১০:৫৫:২৬
সুস্বাদু ক্ষীরসা রেসিপি

দ্য রিপোর্ট ডেস্ক : ক্ষীরসা সুস্বাদু একটি খাবার। অনেকেই তৈরি করতে পারেন এই খাবারটা। তবে সবার তৈরি করা ক্ষীরসা সুস্বাদু হয় না। আজ দেখে নিতে পারেন পারফেক্ট ক্ষীরসার তৈরির রেসিপি-

উপকরণ :

১. দুধ দুই লিটার

২. কনডেন্সডমিল্ক এক কাপ

৩. পাউরুটি চার স্লাইস

৪.পেস্তাবাদাম ১০টি

৫. গোলাপজল দুই টেবিল চামচ

৬. জাফরান সামান্য

যেভাবে তৈরি করবেন :

পেস্তাবাদাম আট থেকে ১০ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। খোসা ছাড়িয়ে কুচি করুন। পাউরুটির ধার কেটে বাদ দিয়ে সাদা অংশ নিন। এক কাপ দুধে রুটি ১০ মিনিট ভেজান। রুটি নরম হলে কাঁটাচামচ দিয়ে ফেটে দুধের সঙ্গে মেশান। রুটি দুধে মসৃণ করে মেশান। ব্লেন্ডারেও মেশাতে পারেন। সসপ্যানে পাউরুটির মিশ্রণের সঙ্গে কনডেন্সডমিল্ক, দুধ ও জাফরান মেশান। মাঝারি আঁচে চুলায় দিয়ে ঘন ঘন নাড়ুন। ফুটে উঠলে আঁচ কমিয়ে প্রায় ১ ঘণ্টা অনবরত নাড়তে থাকুন। দুধ শুকিয়ে ঘন থকথকে হয়ে হাঁড়ির তলায় লাগার মতো হলে নামিয়ে গোলাপজল দিন। পেস্তাবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর