thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মাদারীপুরে বাজারে আগুন, কোটি টাকা ক্ষতির দাবি

২০১৮ ডিসেম্বর ১৭ ১০:৩৪:৩৬
মাদারীপুরে বাজারে আগুন, কোটি টাকা ক্ষতির দাবি

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরের কুতুবপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকা, বিভিন্ন মালামাল পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

জানা যায়, রোববার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমিশেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকাণ্ডে গার্মেন্টস, টেইলার্স, হার্ডওয়ার ও ফার্মেসিসহ ১৩টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাতেই শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান ও থানার ওসি শাজাহান মিয়াসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর