thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

পটুয়াখালীতে দুই ট্রলারের সংঘর্ষ, কনস্টেবল নিহত

২০১৮ ডিসেম্বর ১৭ ১২:০৬:৪১
পটুয়াখালীতে দুই ট্রলারের সংঘর্ষ, কনস্টেবল নিহত

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে জেলে ট্রলারের সঙ্গে পুলিশের ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শর্টগান ও ২০ রাউন্ড গুলিসহ রাঙ্গাবালী থানা পুলিশের কনস্টেবল ফিরোজ খান (কং নম্বর-৯৫১) নিহত হয়েছেন।

রাতে মাদক অভিযান শেষে ফেরার পথে পুলিশের ট্রলারটির সঙ্গে জেলে ট্রলারের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত পুলিশ কনস্টেবল ফিরোজ খান বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের সালাম খানের ছেলে বলে জানা গেছে।

ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, মাদক অভিযান শেষে ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি বড় ট্রলারের সঙ্গে রাঙ্গাবালী থানা পুলিশের ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় পুলিশবাহী ট্রলারটি ডুবে যাওয়ার উপক্রম হলে ট্রলারে থাকা একজন এএসআইসহ দুইজন কনস্টেবল নদীতে ঝাঁপিয়ে পড়ে।

পরে একজন এএসআই ও একজন কনস্টেবল তীরে আসলেও অপর কনস্টেবল ফিরোজকে তখন পাওয়া যায়নি। তিনি অস্ত্র ও গুলিসহ নিখোঁজ ছিলেন।

এরপর সোমবার বেলা সাড়ে ১০টার দিকে বুড়াগৌরাঙ্গ নদী থেকে অস্ত্র ও গুলিসহ কন্সটেবল ফিরোজের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মিলন কৃষ্ণ মিত্র।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর