thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

২০১৮ ডিসেম্বর ২০ ০৯:৫৯:০৭
বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড়া ইউনিয়নের সোনাতুনিয়া এলাকায় গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এরা হলেন, বাসযাত্রী রামপাল উপজেলার ফেরদৌস (৩৫) ও বাসের হেলপার মংলা উপজেলার কামরুল (৪২)।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মলায়েন্দ্র চন্দ্র রায় জানান, দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ও আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।।

জানা গেছে, ঢাকা থেকে মংলাবাহী আল আরাফা নামের বাসটি ওই স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার ও এক যাত্রী নিহত হন। আহতদের খুলনা আড়াইশ বেড হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকি আহতরা মংলা ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর