thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নোয়াখালীতে গুলিবিদ্ধ হয়ে ডাকাত নিহত

২০১৮ ডিসেম্বর ২০ ১০:৫৩:১৩
নোয়াখালীতে গুলিবিদ্ধ হয়ে ডাকাত নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাঞ্চারামপুর এলাকায় হকসাব (৩৫) নামে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত হকসাব কবিরহাট উপজেলার ভূঁয়ারহাট এলাকার মৃত শামছল হকের ছেলে। হকসাব ডাকাত বলে জানিয়েছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, বুধবার রাত ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ও মুছাপুর ইউনিয়নের সীমানায়া বাঞ্চারামপুর এলাকায় গুলির শব্দ শুনে টহলরত পুলিশ ঘটানাস্থলে পৌঁছে গুলিবিদ্ধি অবস্থায় হকসাবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর