thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

আমজাদ হোসেনের মরদেহ দেশে আসছে আজ

২০১৮ ডিসেম্বর ২১ ১১:২৮:২৯
আমজাদ হোসেনের মরদেহ দেশে আসছে আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ শুক্রবার ব্যাংকক থেকে ঢাকা আনা হচ্ছে।

জানা গেছে, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের সব ধরনের প্রশাসনিক কাজ কয়েক দিন আগেই শেষ হয়েছিল।

তবে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনার ব্যাপারে আর্থিক জটিলতা তৈরি হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পাওয়া ৪২ লাখ টাকার অনুদানের বাইরেও বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসাবাদ খরচ হয়েছে আরও ৬১ লাখ টাকা।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।

বিল পরিশোধের পর শুক্রবার আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হবে।

বুধবার সন্ধ্যায় ফরিদুর রেজা সাগর গণমাধ্যমকে বলেন, সব কিছু গুছিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে-তারা আমজাদ হোসেনের মরদেহ বিনা খরচে দেশে নিয়ে আসবে।

ঢাকার পর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে টানা ১৬ দিন চিকিৎসার পর গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে মারা যান কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী ও লেখক আমজাদ হোসেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর