thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

সার্বিয়ায় ট্রেনের ধাক্কায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ৫

২০১৮ ডিসেম্বর ২২ ১০:৪১:৫৯
সার্বিয়ায় ট্রেনের ধাক্কায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ৫

দ্য রিপোর্ট ডেস্ক : সার্বিয়ায় চলন্ত ট্রেনের সঙ্গে একটি স্কুলবাসের সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নিসে ট্রেনটির ধাক্কায় বাস দ্বিখন্ডিত হয়ে যায়। পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে দুই কিশোর মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ঘটনায় তাৎক্ষণিকভাবে মারায় যান এক শিশুসহ তিনজন। হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান আরও দুইজন। ট্রেনের ধাক্কায় মুচড়ে গেছে বাসটি।

নিসের নিকটবর্তী গ্রাম থেকে যাত্রী বহন করছিলো বাসটি। সার্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী জ্লাতিব লংকার বলেন, ১৩ জন গুরুতর আহত হয়েছেন যাদের মধ্যে আটজনই কিশোর। ১৬ বছর বয়সী এক কিশোর ও কিশোরীর অবস্থা আশঙ্কাজনক।

স্টিভেন জোসিস নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি হঠাৎ করেই একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এবং দৌঁড়ে গিয়ে দেখেন বাসটি দুইভাগ হয়ে গেছে।

তাৎক্ষণিক ঘটনাম্থলে পৌঁছেছে পুলিশ ও অ্যাম্বুলেন্স।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর