thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৮ ডিসেম্বর ২২ ১৬:৩৬:৩৪
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর প্রতিনিধি: জেলার কালিয়াকৈর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে দুইজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

শনিবার ভোরে উপজেলার স্কয়ার ফার্মাসিউটিকেল কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর সদর থানার কলেজপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে ট্রাকচালক মিজান (২৮) এবং টাঙ্গাইলের সখিপুর থানার হাতিয়া রাজাবাড়ি এলাকার কেবর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারিফুজ্জামান জানান, উপজেলার স্কয়ার ফার্মাসিউটিকেল কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে ট্রাকটির নিচে জগ লাগিয়ে ওই ট্রাকের চালক টায়ার বদলাতে তার নিচে যায়। এসময় টাঙ্গাইলগামী আরেকটি সিমেন্টভর্তি ট্রাক বালুভর্তি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে সিমেন্টভর্তি ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিমেন্টভর্তি ট্রাকচালক মিজানের মৃত্যু হয়। এ ঘটনায় দাঁড়িয়ে থাকা ট্রাকচালক দেলোয়ারসহ আরও দু’জনকে আহত অবস্থায় মির্জাপুর কুমুদীনী হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক দেলোয়ারের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর