thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ মার্চ 25, ২৩ ফাল্গুন ১৪৩১,  ৭ রমজান 1446

সোমালিয়ায় আত্মঘাতী গাড়ি বিস্ফোরণ, নিহত ১৩

২০১৮ ডিসেম্বর ২৩ ০৯:১০:০৮
সোমালিয়ায় আত্মঘাতী গাড়ি বিস্ফোরণ, নিহত ১৩

দ্য রিপোর্ট ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্সিয়াল ভবনের কাছে আত্মঘাতী দুইটি বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

শনিবার (২২ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্সিয়াল ভবনের ৪০০ মিটার দূরে এ দুই বিস্ফোরণ ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

সোমালিয়া পুলিশ বলছে, বিস্ফোরণে নিহত হওয়ার সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া প্রথম বিস্ফোরণটি একটি আত্মঘাতী গাড়ি থেকে হয়েছে। যার অবস্থান ছিল প্রেসিডেন্সিয়াল ভবন থেকে ৪০০ মিটার দূরে একটি চেকপোস্টের মধ্যে। তবে দ্বিতীয় বিস্ফোরণের বিষয়ে এখনও নিরাপত্তা বাহিনীর কাছে অস্পষ্ট তথ্য রয়েছে।

বিস্ফোরণে যারা নিহত ও আহত হয়েছেন, তারা নিরাপত্তা কর্মী এবং সাধারণ নাগরিক।

এদিকে, এ আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সংযুক্ত ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ আল-শাবাব।
পূর্ব আফ্রিকার এ দেশটিতে জঙ্গি তৎপরতার কারণে প্রায়ই আত্মঘাতী বোমা বিস্ফোরণসহ বিভিন্ন ধরণের সহিংসতার সৃষ্টি হচ্ছে। আর এতে মারা যাচ্ছেন শত শত মানুষ।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর