thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পাবনায় আ.লীগের অফিসে ককটেল বিস্ফোরণ, ভাংচুর

২০১৮ ডিসেম্বর ২৩ ১০:১৯:০৬
পাবনায় আ.লীগের অফিসে ককটেল বিস্ফোরণ, ভাংচুর

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

শনিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে দুর্বৃত্তরা মুখোশ পরে আওয়ামী লীগ নির্বাচনী অফিসে হামলা চালায়। এসময় তারা ককটেল বিস্ফোরণ এবং অফিসে ভাংচুর করে পালিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা বলেন, শনিবার রাতে ভাঙ্গুড়া পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের নৌকার অফিসে মুখোশ পরা একদল সন্ত্রাসী হামলা চালিয়ে অফিস ভাংচুর করে ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাটি নিয়ে আমরা তদন্ত করছি। সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর