thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

মি টু’র প্রতিবাদ করায় ৮ মাস কাজ ছিল না : অদিতি রাও

২০১৮ ডিসেম্বর ২৩ ১১:৫৮:০৪
মি টু’র প্রতিবাদ করায় ৮ মাস কাজ ছিল না : অদিতি রাও

দ্য রিপোর্ট ডেস্ক : ‘হ্যাশট্যাগ মি-টু’ ঝড় এখন অনেকটাই স্তমিত হয়ে আসলেও একেবারেই থেমে যায়নি। এখনও অনেকেই এ নিয়ে কথা বলছেন। তাদেরই একজন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। সম্প্রতি নিজের ‘যৌন হয়রানির’ অভিজ্ঞতা শেয়ার করেন। সেখানে উল্লেখ করেছেন যৌন হয়রানির প্রতিবাদ করায় আটমাস বেকার থাকতে হয়েছিল তাকে।

ভারতের একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অদিতি বলেন, ‘আমার মনে আছে, আমি যখন শুরু করেছিলাম, একেবারে সাদাসিধে ছিলাম।’ সেই সময়েই অদিতির সঙ্গে একটি ঘটনা ঘটে। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনাটি সেভাবে আমাকে আঘাত করেনি। কিন্তু, এর জেরে আমি কাজ হারিয়ে ছিলাম। কারণ, এরপর আমি আর কাজে যাইনি।’ সূত্র : ইনাদু ইন্ডিয়া


এই ঘটনার পর ফের কাজ পেতে প্রায় ৮ মাস অপেক্ষা করতে হয়েছিল অদিতিকে। এ অবস্থায় সবাইকে এগিয়ে এসে নিজের যৌন হয়রানির কথা বলার আবেদনও করেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর