thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

৩০ ও ৩১ ডিসেম্বর শেয়ারবাজার বন্ধ

২০১৮ ডিসেম্বর ২৩ ১৩:৩০:২৬
৩০ ও ৩১ ডিসেম্বর শেয়ারবাজার বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ব্যাংক হলি ডে’র কারণে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর দেশের শেয়ারবাজার বন্ধ থাকবে। তবে এর আগে শুক্র ও শনিবার থাকার কারণে শেয়ারবাজারে বন্ধ থাকবে টানা ৪ দিন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট দেয়ার জন্য দেশের সব সরকারি, আধাসরকারি ও সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এইকসঙ্গে এদিন শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। আবার পরের দিন ৩১ ডিসেম্বর ব্যাংক হলি ডে। এদিন ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকের লেনদেনের সঙ্গে শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

এছাড়া নির্বাচন ও ব্যাংক হলিডের আগের দুই দিন ২৮ ও ২৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ। সব মিলে ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার।

আর এর আগে ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন পালন করা হবে। এদিনও দেশের সরকারি, আধাসরকারি ও সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই কারণে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর