thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বগুড়ায় সীমান্ত এক্সপ্রেস লাইনচ্যুত

২০১৮ ডিসেম্বর ২৪ ১০:৪৩:২৭
বগুড়ায় সীমান্ত এক্সপ্রেস লাইনচ্যুত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা ও খুলনার সঙ্গে জয়পুরহাটের ট্রেন যোগযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাগবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন ভোর সাড়ে ৪টার দিকে সান্তাহার স্টেশনে আসে। পরে স্টেশনটি ছাড়ার প্রায় ১০ মিনিট পর বাগবাড়ি নামক স্থানে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ওই রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ১২টি বগিতে যাত্রী নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। কিন্তু ট্রেনের সামনের ৬টি বগিতে কোনো সমস্যা না হওয়ায় সেটি গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়া হয়েছে।

পাকশি থেকে উদ্ধারকর্মীরা রওনা দিয়েছেন। আশা করা যাচ্ছে দুপুর নাগাদ যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর