thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

আনুশকার পারফরম্যান্সে মুগ্ধ কোহলি

২০১৮ ডিসেম্বর ২৪ ১১:৩৩:১৬
আনুশকার পারফরম্যান্সে মুগ্ধ কোহলি

দ্য রিপোর্ট ডেস্ক : স্ত্রী আনুশকা শর্মার অভিনয়ের বরাবরই প্রশংসা করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এবারও তার ব্যাতিক্রম হয়নি। শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ ছবিতে আনুশকার রসায়নের ভূয়োসী প্রশংসা করেছেন তিনি।

ব্যস্ততার মধ্যেও আনুশকার কোনো ছবি মিস করেন না কোহলি। ব্যাটে-বলে মিলে গেলে স্ত্রীকে সঙ্গে নিয়েই চলে যান কোনো এক প্রেক্ষাগৃহে।

হোক তা ভারত বা ভারতের বাইরে। একসঙ্গে উপভোগ করেন আনুশকার অভিনয়।

সেটাই ঘটল এবার। এ মুহুর্তে অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল।

গত শুক্রবার সেখানের থিয়েটারে মুক্তি পায় ‘জিরো’ সিনেমাটি। সেদিনই থিয়েটারে চলে যান বিরুশকা দম্পতি।

সিনেমা শেষে বিরাট তার টুইটারে লেখেন, ‘জিরো দেখলাম এবং এটি অসাধারণ বিনোদন দিয়েছে। আমি উপভোগ করেছি। সবাই নিজের চরিত্র বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে।’

ছবিতে আনুশকা একটি ব্যাতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন। একজন হুইলচেয়ারে বন্দি নাসার বিজ্ঞানী হিসেবে দেখা গেছে তাকে। সে চরিত্র প্রসঙ্গে বিরাট কোহলি বলেন, ‘আনুশকার পারফরমেন্স বেশ ভালো লেগেছে। আমার মনে হয়েছে এটা খুব কঠিন একটা চরিত্র ছিল এবং সে অসাধারণ অভিনয় করেছে।’

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সফরে থাকাকালীন সময়ে কোহলিকে সঙ্গ দেওয়ার জন্য জিরোর প্রচারণা থেকে সাময়িক বিরতি নিয়েছেন আনুশকা।

১১ ডিসেম্বর গেল তাদের তাদের প্রথম বিবাহ বার্ষিকী। তার তা উদযাপন করতেই কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ায় আছেন আনুশকা।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর