thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

২০১৮ ডিসেম্বর ২৪ ১১:৪২:০২
হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রিফাত হোসেন (১৮) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে সজিব (১৯) নামে আরও একজন।

রোববার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৩টার দিকে রিফাতকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রিফাতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহত সজিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে নিয়ে গিয়েছে তার পরিবার।

মৃত রিফাতের বন্ধু আদনান আকাশ জানায়, রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় দুজন। হাতিরঝিল এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে।

মৃত রিফাত আগাঁরগাও তালতলা স্টাফ-কোয়ার্টারে পরিবারের সাথে থাকতো। তারা বাবার নাম লিটন মিয়া। সে বঙ্গবন্ধু একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর