thereport24.com
ঢাকা, রবিবার, ১২ মে 24, ২৯ বৈশাখ ১৪৩১,  ৪ জিলকদ  1445

সাতক্ষীরায় ধানের শীষ প্রার্থীর স্ত্রী-মেয়ে আটক

২০১৮ ডিসেম্বর ২৫ ১৮:১৭:৪৭
সাতক্ষীরায় ধানের শীষ প্রার্থীর স্ত্রী-মেয়ে আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রতীকের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের স্ত্রী ও মেয়েকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাতক্ষীরা জেলা কারাগার এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- গাজী নজরুল ইসলামের স্ত্রী মাকসুদা খানম ও তার মেয়ে শারমিন সুলতানা খুকু।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলি আহমেদ হাসেমী বলেন, গাজী নজরুলের স্ত্রী ও মেয়ে নির্বাচনী প্রচারের আড়ালে নাশকতার লক্ষ্যে লোকজন সংগঠিত করছিলেন। এ সময় তাদের আটক করা হয়। এর আগে গাজী নজরুল ইসলামকে আটক করা হয়েছিল। তিনি কারাগারে রয়েছেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে ২০ জনের মতো জামায়াত নেতা ধানের শীষ প্রতীকে ভোটে দাঁড়িয়েছেন। এবার এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হন গাজী নজরুল।

২০০১ সালে আসনটিতে বিএনপি জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন গাজী নজরুল। ২০০৮ সালের নির্বাচনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির গোলাম রেজার কাছে হেরে যান তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর