thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

দেশবন্ধু পলিমারের লভ্যাংশ অনুমোদন

২০১৮ ডিসেম্বর ২৫ ১৮:২৪:০৯
দেশবন্ধু পলিমারের লভ্যাংশ অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তিখাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সোমবার নরসিংদীর চরসিন্দুরে কোম্পানির নিজস্ব কারাখানা প্রাঙ্গনে ১২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারবৃন্দ এ লভ্যাংশ অনুমোদন করেন।

২০১৭-১৮ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ ৩ কোটি ৪৪ লাখ ১৮ হাজার ৮৫৩ টাকা। যা গত বছর ছিলো ২ কোটি তিন লাখ ৮২ হাজার ২৭০ টাকা। আর শেয়ার প্রতি আয় ছিল ৩৭ পয়সা। সে হিসেবে চলতি অর্থছরের নিট মুনাফা বেড়েছে ১ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৫৮৩ টাকা। আর এ বছর শেয়ার প্রতি আয় হয়েছে ৫৬ পয়সা।

২০১৭-১৮ অর্থবছরের হিসাব, পরিচালক মন্ডলী ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়। একইসঙ্গে শেয়ারহোল্ডারদের সর্ব সম্মতিতে সবগুলো এজেন্ডা অনুমোদন করা হয়।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মফিজ উদ্দিন চৌধুরী, পরিচালক মো. আখেরুজ্জামান প্রমুখ। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. লিয়াকত আলী খান।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর