thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

কলকাতার মঞ্চে ফারিয়ার থার্টিফাস্ট নাইট

২০১৮ ডিসেম্বর ২৫ ১৮:২৮:৫২
কলকাতার মঞ্চে ফারিয়ার থার্টিফাস্ট নাইট

দ্য রিপোর্ট ডেস্ক: ইংরেজি বছরের প্রথম রাতে কলকাতার মঞ্চে মাতাবেন ঢাকাই নায়িকা নুসরাত ফারিয়া।

ফারিয়া নিজেই এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করার সুবাধে কলকাতায় পরিচিতি পেয়েছেন ফারিয়া। সেই পরিচয়ের সূত্র ধরেই কলকাতার মঞ্চ মাতাতে যাচ্ছেন এ তারকা।

ফারিয়া বলেন, থার্টি ফাস্ট নাইটে কলকাতার একটি অনুষ্ঠানে পারফর্ম করবো। এ জন্য ‌২৯ ডিসেম্বর কলকাতায় যাবো আমি। সেখানে কিছু কাজও রয়েছে আমার। সেটা শেষ করেই থার্টিফার্স্ট নাইটের পার্টিতে অংশ নেবো। রাত সাড়ে ১১টায় মঞ্চে উঠবো।’

কলকাতার কুলিজপাড়ার দুর্গাভাসানে হচ্ছে এ বর্ষবরণ অনুষ্ঠান। এতে টালিউড ও মুম্বাইয়ের তারকারাও অংশ নিবেন বলে জানা গেছে।

এদিকে নুসরাত ফারিয়া সম্প্রতি অভিনয় শেষ করলেন শামীম আহমেদ রনি পরিচালিত ছবি ‘শাহেনশাহ’। ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন তিনি। পাশাপাশি একই নায়কের সঙ্গে সম্প্রতি একটি বিজ্ঞাপনও করেছেন। যেটি এখন দেশের সবগুলো চ্যানেলে প্রচার হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর