thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

জনি ডেপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ

২০১৮ ডিসেম্বর ২৫ ১৮:৩৭:৪৯
জনি ডেপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক: 'অ্যাকুয়াম্যান' তারকা অ্যাম্বার হ্যার্ড তার সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছেন।

জনি ডেপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনায় তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া চলমান কাজ তো বটেই, অনেক নতুন ছবির সুযোগও হাতছাড়া হয়েছে তার। সম্প্রতি ওয়াশিংটন পোস্টে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন জনপ্রিয় এই হলিউড অভিনেত্রী।

বিবৃতিতে অ্যাম্বার আরও বলেন, 'বন্ধু ও উপদেষ্টারা আমাকে বলেছিলেন, আমি আর কখনও অভিনেত্রী হিসেবে কাজ পাব না। সম্প্রতি একটি ইন্টারন্যাশনাল ফ্যাশন ব্র্যান্ডের জন্য শুটিং শুরু করেছিলাম। কিন্তু কাজটি পুরোপুরি শেষ হওয়ার আগেই আমাকে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া গত কয়েক মাসে খুব কমই বাসা থেকে বের হয়েছি। যখন বেরিয়েছি, তখনই আমাকে ড্রোন অথবা ফটোগ্রাফাররা অনুসরণ করেছে। অনেক দিন আমি স্বাধীনভাবে চলতে-ফিরতে পারিনি।

বর্তমানে 'জাস্টিস লিগ' ছবিতে মিরা চরিত্রে অভিনয় করছেন অ্যাম্বার। তবে শেষ পর্যন্ত কাজটি করতে পারবেন কি-না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর