thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ওয়ার্নার বল টেম্পারিং কেলেঙ্কারির আসল কারিগর!

২০১৮ ডিসেম্বর ২৬ ১৬:৪৩:৩১
ওয়ার্নার বল টেম্পারিং কেলেঙ্কারির আসল কারিগর!

দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে নয় মাস আগে অস্ট্রেলিয়া দলের করা বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বোমা ফাটালেন নিষিদ্ধ ক্রিকেটার ক্যামেরন বেনক্রফট।

বল টেম্পারিংয়ের ঘটনার জন্য দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে সরাসরি অভিযুক্ত করেছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। টেম্পারিং ইস্যু নিয়ে সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ঘটনায় নয় মাসের নিষেধাজ্ঞা পাওয়া বেনক্রফট প্রথমবারের মতো মুখ খুললেন।

গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে বল টেম্পারিং-কাণ্ডে ফেঁসে যায় অস্ট্রেলিয়া দল। আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার করা তদন্তে ঘটনার সঙ্গে অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও উদ্বোধনী ব্যাটসম্যান ক্যামেরন বেনক্রফটের সম্পৃক্ত থাকার প্রমাণ মেলে। গোটা ক্রিকেট দুনিয়ার নিন্দার মুখে পড়েন এই তিন ক্রিকেটার। অস্ট্রেলিয়া দলের ক্রিকেটীয় ঐতিহ্য আর সততাই তীব্র সমালোচনার মুখে পড়ে যায়। একপর্যায়ে অধিনায়ক স্মিথ আর ডেভিড ওয়ার্নার সংবাদ সম্মেলন করে ঘটনা স্বীকার করে অনুতপ্ত হন। ক্রিকেট অস্ট্রেলিয়া এ ঘটনায় স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে। আর ব্যাটসম্যান বেনক্রফটকে নয় মাসের নিষেধাজ্ঞা পেতে হয়।

নিষেধাজ্ঞা চলাকালীন নিয়মিত ইয়োগাসহ বিভিন্ন পুনর্বাসনমূলক কাজ করতে হয়েছে বেনক্রফটকে। সম্প্রতি ফক্স স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে বেনক্রফট বলেন, ‘সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার আমাকে বল টেম্পারিং করতে বলে। আর অধিনায়ক স্মিথের মৌন সম্মতি ছিল এতে। আমি এ সময় দলের সঙ্গে মিশে যাওয়া আর দলে নিজের অবস্থানকে গুরুত্বপূর্ণ ভাবতে থাকি। আমার সামনে দুটি মাত্র অপশন ছিল, ডেভিডের কথা মানা অথবা নৈতিকতার দিকটি মাথায় রেখে না মানা। কিন্তু আমি ভুলটা করে বসি।’

নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ডিসেম্বরের ৩০ তারিখে বিগ ব্যাশ লিগের একটি ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে বেনক্রফটের।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর