thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মির্জা ফখরুলের স্ত্রীর ওপর হামলার চেষ্টা

২০১৮ ডিসেম্বর ২৬ ১৭:০৫:১৬
মির্জা ফখরুলের স্ত্রীর ওপর হামলার চেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর ওপর হামলা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণের সময় মির্জা ফখরুলের স্ত্রীর ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম।

রাহাত আরা বেগম বলেন, সকালে ঠাকুরগাঁও পৌর শহরের বসিরপাড়া এলাকায় ধানের শীষের প্রচারণা ও লিফলেট বিতরণ করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলার চেষ্টা করে। পরে তাদেরকে অনুরোধ করলে আমাকে ছেড়ে দেয়া হয়। প্রাণভয়ে আমরা ওই স্থান ত্যাগ করি। এভাবে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবেন।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, আমাদের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে। নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর জন্য হামলা করা হচ্ছে। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, অফিস ভাঙচুর করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। নির্বাচন কমিশন ও প্রশাসনকে অনুরোধ করব, সুষ্ঠুভাবে যেন ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই পরিবশে তৈরি করুন।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর