thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

নারীর তুলনায় পুরুষ ভঙ্গুর

২০১৮ ডিসেম্বর ২৬ ১৭:২৮:০৩
নারীর তুলনায় পুরুষ ভঙ্গুর

দ্য রিপোর্ট ডেস্ক: নারীবাদী হিসেবে মার্কিন পপ তারকা, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও প্রযোজক জেনিফার লোপেজের বেশ খ্যাতি আছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্যাশন ও সংস্কৃতিবিষয়ক সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে নারীবাদী উক্তি করে আবারও আলোচিত হলেন তিনি।

সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, নারীর তুলনায় পুরুষ অনেক বেশি ভঙ্গুর ও সংবেদনশীল। শক্তিশালী ও তেজস্বী নারীর প্রতি এই শিল্পীর অনুরোধ, তারা যেন পুরুষের প্রতি আচরণের ক্ষেত্রে 'পা মেপে' চলেন।

তিনি আরও বলেন, 'একজন নারী হিসেবে মনে করি, আমাদের বেশিরভাগ সময় দুর্বল, সংবেদনশীল লিঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আমার মতে সত্যটা হলো, পুরুষ আরও বেশি ভঙ্গুর ও সংবেদনশীল।'

সংবেদনশীল পুরুষের প্রতি অধিক সচেতন হওয়ার এই আহ্বান, বিশেষ করে সেসব নারীকে করেছেন, যারা 'শক্তিশালী ও জেদি'। বিশ্বের অন্যতম উপার্জনকারী ও সম্পদশালী তারকা ৪৯ বছর বয়সী জেনিফার লোপেজ। সঙ্গীতের পাশাপাশি অভিনয়ের জন্যও তিনি বিশ্বব্যাপী সমাদৃত।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর