thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

'ভরসা দেশের জনগণ’

২০১৮ ডিসেম্বর ২৭ ০১:৩১:৩৮
'ভরসা দেশের জনগণ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী মাঠ থেকে বিতাড়নের সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে অভিযোগ করে এই জোটের নেতা ড. কামাল হোসেন বলেছেন, এ অবস্থায় ঐক্যফ্রন্টের ভরসা এ দেশের জনগণ তথা ভোটারগণ।

তার অভিযোগ, ‘সরকারের প্রশাসন, আইন-আদালত, পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী সন্ত্রাসী বাহিনী সর্বোপরি নির্বাচন কমিশন স্বয়ং’ নির্বাচনের মাঠ থেকে জাতীয় ঐক্যফ্রন্টকে বিতাড়িত করতে কাজ করছে। আজ ঢাকায় পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগের কথা জানান তিনি।

ড. কামাল বলেন, ‘ধারাবাহিকভাবে প্রতিটি নির্বাচনী এলাকায় হামলা-মামলা, গ্রেপ্তার ও প্রার্থীদের নৃশংস হামলা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এ অবস্থায় ঐক্যফ্রন্টের ভরসা এ দেশের জনগণ তথা ভোটারগণ। যারা অতীতে কোনো ভুল করেননি, তারা এবারও ভুল করবেন না।’

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ২৭,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর