thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

২০১৮ ডিসেম্বর ২৭ ১০:৪৩:০৯
কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মৌলভীবাজার প্রতিনিধি: কানাডার অন্টারিও প্রদেশের ব্রাইটন শহরে এক সড়ক দুর্ঘটনায় মো. আইন উদ্দীন বকুল (৪১) নামের একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বুধবার (২৬ ডিসেম্বর) রাতে কানাডার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসম্পাদক ও জালালাবাদবার্তা ডটকমের সম্পাদক মো. রুহুল কুদ্দুছ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

নিহত আইন উদ্দীন বকুলের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তিনি কানাডায় টরেন্টোতে বসবাস করতেন। কানাডার জালালাবাদ অ্যাসোসিয়েশনের একজন সদস্য ছিলেন তিনি।

এই দুর্ঘটনায় আহত অন্য দুই বাংলাদেশি হলেন- কানাডার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল হক ও আজিম উদ্দিন। শরিফুলের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায় আর আজিমের বাড়ি ঢাকায়।

কানাডা থেকে মো. রুহুল কুদ্দুছ চৌধুরী জানান, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) কানাডার সময় ভোর ৬টার দিকে হাইওয়ে ৪০১ ব্রাইটন, অন্টারিও সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের কারটি খাদে পড়ে যায় বলে জানা গেছে। ঘটনাস্থলেই বকুলের মৃত্যু হয় এবং আহতদের কানাডার কিংস্টন জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে দুর্ঘটনার বিষয়ে কানাডার পুলিশ খতিয়ে দেখছে বলেও আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর