thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সরকারের বিনা ভোটে নির্বাচিত হওয়ার অভ্যাস হয়ে গেছে: রেজা কিবরিয়া

২০১৮ ডিসেম্বর ২৭ ১২:১৮:৫৯
সরকারের বিনা ভোটে নির্বাচিত হওয়ার অভ্যাস হয়ে গেছে: রেজা কিবরিয়া

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘বর্তমান সরকারের বিনা ভোটে নির্বাচিত হওয়ার অভ্যাস হয়ে গেছে।

তিনি বলেন, এ কারণে বিরোধী দলের ওপর দমনপীড়ন ও নির্যাতন বেড়ে গেছে। ভোটের প্রতিদ্বন্দ্বীদের সরকার ভয় পাচ্ছে। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দল নির্বাচন করার কারণে তাদের অসুবিধা হচ্ছে। সরকার যদি অনুরোধ করে বলে যে আমরা ভোট চাই না, ভোট ছাড়া নির্বাচন করতে চাই এবং আসল বিরোধী দল চাই না, আমরা পোষা বিরোধী দল দিয়ে কাজ চালাতে চাই-এটা যদি সরকার ঘোষণা করে তাহলে আমরা বিবেচনা করবো।’

বুধবার রাতে তার বাড়িতে পুলিশের অভিযান, হামলা ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রেজা কিবরিয়া দাবি করেন, ‘দেশের মানুষ এখন সারাক্ষণ ভয় ও আতঙ্কের মধ্যে থাকে। যদি সরকার বলে দেয় আমরা শক্তিশালী বিরোধী দল চাই না, তাহলে আমাদের নেতাকর্মীদের এখন আর নির্যাতন করার দরকার নাই। শুধু বলে দেওয়া হোক।’

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘২০১৪ সালে নির্বাচনের পর সরকারের অভ্যাস হয়ে গেছে বিনা ভোটে নির্বাচন করার। ভোটের প্রতিযোগিতার মধ্যে নামার সাহস সরকারের নেই। আমাদের দমনপীড়নের ফলে জনমত আমাদের পক্ষে আরও শক্তিশালী হয়ে যায়। জনমত সৃষ্টি হলে ধানের ধীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। সরকার যে ধানের শীষের কর্মীদের ওপর অত্যাচার করেছে তার প্রমাণ ৩০ ডিসেম্বর হবে, ভোটের মাধ্যমে জনগণ জবাব দেবে।’

রেজা কিবরিয়া বলেন, ‘বর্তমানে সুষ্ঠু নির্বাচনের কোনও পরিবেশ নেই। নগ্ন কারচুরি করেও তারা পাস করবে কি না সন্দেহ আছে। বর্তমানে জনগণ যেভাবে ধানের শীষের প্রতি সাড়া দিয়েছে আমার মনে হয় না কেউ ঠেকাতে পারবে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর