thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

গাজীপুরে আগুনে পুড়ে গেছে কলোনির ১৮৩ ঘর

২০১৮ ডিসেম্বর ২৭ ১২:২৮:২৬
গাজীপুরে আগুনে পুড়ে গেছে কলোনির ১৮৩ ঘর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের চক্রবর্তী এলাকায় আগুনে মালামালসহ পুড়ে ছাই হয়েছে কয়েকটি শ্রমিক কলোনির ১৮৩টি ঘর।

বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাভার ইপিজেড ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ জানান, ভোর ৫টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকার আনোয়ারা বেগমের শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই আশপাশের আলী হোসেন দেওয়ান, আমজাদ হোসেন, রাহেলা বেগম, লুৎফর রহমান, ফাতেমা বেগমসহ ৭ জনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ইপিজেড'র ৩টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওইসব কলোনির টিন দিয়ে তৈরি ১৮৩টি কক্ষ ও আসবাবপত্র পুড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্মকর্তা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর