thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

খালেদা জিয়াসহ কারাবন্দি ভোটাররা ভোট দিতে পারবেন না

২০১৮ ডিসেম্বর ২৮ ১১:১৫:৩৭
খালেদা জিয়াসহ কারাবন্দি ভোটাররা ভোট দিতে পারবেন না

দ্য রিপোর্ট প্রতিবেদক: এবারের সংসদ নির্বাচনেও কারাবন্দি ভোটাররা ভোট দিতে পারছেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারাগারে রয়েছেন তাঁরাও সংসদ নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী বৃহস্পতিবার রাতে বলেন, ‘কারাবন্দিদের জন্য ভোট দেওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি।’

জানা যায়, বর্তমানে কারাবন্দিদের সংখ্যা ৮০ হাজারের কাছাকাছি। এসব বন্দির বেশির ভাগই ভোটার।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, এর আগে সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনেও সময় নেই—এই অজুহাতে কারাবন্দিদের ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়নি।

জানা যায়, এবারের নির্বাচনে বিএনপির ১৫ জন প্রার্থী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। নির্বাচনী প্রচার চালানোর সময় বা বাড়ি থেকে অথবা অন্য স্থান থেকে তাঁদের গ্রেফতার করা হয়। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর