thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

বলিউড অভিনেতা কাদের খান গুরুতর অসুস্থ

২০১৮ ডিসেম্বর ২৮ ১৬:৪২:২৮
বলিউড অভিনেতা কাদের খান গুরুতর অসুস্থ

দ্য রিপোর্ট ডেস্ক: হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা কাদের খান।

নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ তাঁর শরীরে বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যাও ধরা পড়েছে। হাসপাতালে তার শরীরের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করেছে। জি নিউজকে এসব তথ্য জানিয়েছেন কাদের খানের ছেলে সরফরাজ খান।

জানা যায়, হাসপাতালে ভর্তি হবার পর থেকেই কথা বন্ধ করে দিয়েছেন কাদের খান। হাসপাতালে তার সঙ্গে রয়েছেন ছেলে সরফরাজ খান ও তার স্ত্রী। সরফরাজ খান অভিমান করে বলেন, বাবাকে সবাই ভুলে গিয়েছেন। ইন্ডাস্ট্রির কেউ তাকে মনে রাখেননি।

এর আগেও ২০১৭ সালে একবার অসুস্থ হয়ে পড়েন কাদের খান। সে সময় থেকে অন্যের সাহায্য-সহযোগিতা নিয়ে চলাফেরা করতেন তিনি।

কাদের খান ১৯৭০ সাল থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত ৪৫০টিরও বেশি হিন্দি এবং উর্দু সিনেমায় অভিনয় করেছেন। ২৫০টিরও অধিক ভারতীয় সিনেমার সংলাপ লিখেছেন তিনি। অভিনেতা, কমেডিয়ান ও সংলাপ রচয়িতা হিসেবে অর্জন করেছেন উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর