thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নিভলো জামান টাওয়ারের আগুন

২০১৮ ডিসেম্বর ২৮ ১৮:৪২:৫৫
নিভলো জামান টাওয়ারের আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান জানান, শুক্রবার ছুটির দিনে বেলা পৌনে ৩টার দিকে ১৬ তলা ওই ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়।

অগ্নি নির্বাপক বাহিনীর ১৪টি ইউনিট আড়াই ঘণ্টার বেশি সময় চেষ্টা করে বিকেল ৫টা ৩৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ওই ভবনেই তৃতীয় তলায় বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অফিস। এছাড়া সারাবাংলা ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

সারাবাংলার একজন সাংবাদিক জানান, ছুটির দিন বলে অধিকাংশ ফ্লোরে কেউ ছিলেন না। যারা ছিলেন তাদের অধিকাংশেই আগুন লাগার খবরে নেমে যান। তবে ১৬ তলায় সারাবাংলা কার্যালয়ে আটজন এবং অন্য ফ্লোরে আরও চারজন আটকা পড়েন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা মই দিয়ে এবং পাশের ভবন থেকে এসে সবাইকে বের করে নিয়ে যান বলে জানান ওই সাংবাদিক।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর