thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

চট্টগ্রামে কেইপিজেডে বাসচাপায় নিহত ৩

২০১৮ ডিসেম্বর ২৯ ১০:২৯:৩৯
চট্টগ্রামে কেইপিজেডে বাসচাপায় নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের বহনকারী দুটি বাসের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছেন। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা ওই বাসে আগুন ধরিয়ে দেয়।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গার্মেন্ট কর্মী মো. ইরফান (২৭) লোহাগাড়া উপজেলার চুনতি সাতগড় এলাকার মো. সামশুল হুদার ছেলে। অন্য দু’জন হলেন-আনোয়ারা উপজেলার সুলতানা রাজিয়া (৩৫) ও লতিফ (৫০)।

আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির সদস্য মো. আলাউদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, আনোয়ারা কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানার শ্রমিকরা গাড়ি থেকে নামার সময় অপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর তুলে দিলে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় সূত্র জানান, কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানায় শ্রমিকদের বহনকারী গাড়িগুলো প্রবেশের সময় জ্যাকেট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর