thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে কয়েলের আগুনে ঘুমন্ত ২ ভাইয়ের মৃত্যু

২০১৮ ডিসেম্বর ২৯ ১০:৩৯:২০
রাজধানীতে কয়েলের আগুনে ঘুমন্ত ২ ভাইয়ের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে একটি টিনশেড বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে পলাশ (১২) ও তুষার (৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়েছেন তাদের বাবা ইকবাল হোসেন (৫৫)।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ ইকবাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিল রোড এলাকার দুই রুমের একটি টিনশেড ঘরে মশার কয়েল থেকে আগুন লাগে।

আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত ওই দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ বাবা হাসপাতালে চিকিৎসাধীন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর