thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

পরাজয় জেনে বিএনপিতে হতাশার সুর: কাদের

২০১৮ ডিসেম্বর ২৯ ১৩:৫৬:০০
পরাজয় জেনে বিএনপিতে হতাশার সুর: কাদের

নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশৃঙ্খলা ও নির্বাচন বানচাল তারাই করতে চায়, যাদের নির্বাচনে জয়ের ব্যাপারে আশা নেই। পরাজয় নিশ্চিত যেনেই বিএনপি নেতাদের মধ্যে হতাশার সুর উঠেছে।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপির দুই শীর্ষ স্থানীয় নেতার ফোনালাপই বলে দেয় তারা ২০, ২২ ও ৩০টি আসনের বেশি পাবে না। আমি জানি না হয়তো আরো বেশিও পেতে পারেন।


এর আগে, সকালে বিশিষ্ট শিল্পপতি আল-আমিন গ্রুপের চেয়ারম্যান আনোয়ার মির্জার মরদেহ দেখতে জেলা শহরের হরিণারায়ণপুরস্থ বাসায় যান ওবায়দুল কাদের। এ সময় তিনি আনোয়ার মির্জার বিভিন্ন কৃতিত্বের কথা তুলে ধরেন।
মন্ত্রীর সঙ্গে এসময় নোয়াখালী-৪ আসনের প্রার্থী একরামুল করিম চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর