thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বিএনপির জরুরি বৈঠক বিকালে

২০১৮ ডিসেম্বর ৩১ ০৮:৫১:৫১
বিএনপির জরুরি বৈঠক বিকালে

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন পরবর্তী বিষয়ে করণীয় ঠিক করতে সোমবার (৩১ ডিসেম্বর) জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, সোমবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

শামসুদ্দিন দিদার জানান, স্থায়ী কমিটির সভা শেষে এদিনই সন্ধ্যা ৬টায় একই জায়গায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, রোববার দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করা ২৯৮ আসনের।

ফলাফলে আওয়ামী লীগ ২৫৯টি আসনে, জাতীয় পার্টি ২০টি, বিএনপি ৬টিসহ জাতীয় ঐক্যফ্রন্ট ৮টি আসনে জয়ী হয়েছে।

অন্যান্য দলের মধ্যে ওয়াকার্স পার্টি ৩টি, বিকল্পধারা দুটি, জাসদ দুটি, জাসদ (আম্বিয়া) ১টি, জেপি ১টি ও তরিকত ফেডারেশন ১টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর