thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ভোটের ব্যবধান গবেষণা করে দেখা উচিত: মানবাধিকার কমিশনার

২০১৯ জানুয়ারি ০১ ১৭:১০:৩১
ভোটের ব্যবধান গবেষণা করে দেখা উচিত: মানবাধিকার কমিশনার

দ্য রিপোর্ট প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয়ে ভোটের ব্যবধান এতো বেশি হওয়ার কারণ খুঁজতে গবেষণার প্রয়োজনের কথা বলেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

এসময় তিনি নির্বাচন কেন্দ্রিক মানবাধিকার সংরক্ষণ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

নির্বাচনে জয়-পরাজয়ে ভোটের ব্যবধান এতো বেশি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এর কারণ আমি বলতে পারবো না, তবে এতো ভোটের ব্যবধান কেন হলো, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে। এটা গবেষণা করে দেখা উচিত।’

জাতীয় মানবাধিকার কমিশনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সারাদেশ থেকে ৫২টি অভিযোগ পেয়েছে। এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের সচিবকে বলা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘বেশিরভাগ অভিযোগ ভয়ভীতি প্রদর্শন, ভোট না দিতে বাধা প্রদান, এরকম আসছে।’

দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও সহিংসতা কম হয় কিনা জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘কোনও মৃত্যুই কাম্য না। তবে ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সেগুলোর তুলনায় এবার সহিংসতার হার কম। তাই দলীয় সরকারের অধীনেও অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

নির্বাচনি সহিংসতায় নাগরিকদের নিহতের ঘটনা গণমাধ্যমে কমিশন জানতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে মানুষগুলো সহিংসতায় মারা গেছেন, আমরা তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। নির্বাচন কমিশনকে চিঠি দিবো। তারা এসব বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করে তাও জানবো। আমরা কমিশনের পক্ষ থেকেও তদন্ত করবো।’

তিনি বলেন, ‘মানবাধিকার কমিশনের সদস্যদের একটি মিটিং হবে। এসব বিষয়ে কী কী করা যায়, আমরা তার সিদ্ধান্ত নেবো।’

রাজধানীর গুলশান, খিলগাঁও, বনানী ও বেইলি রোডের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন চেয়ারম্যান রিয়াজুল হক। এসময় জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের এজেন্ট কেন্দ্রে দেখেছেন কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কয়েকটি কেন্দ্রে তাদের এজেন্ট দেখেছি, কিছু কেন্দ্রে দেখিনি। গুলশানের একটি কেন্দ্রে আমি তাদের এজেন্ট পাইনি। তবে বনানী ও বেইলি রোডে তাদের এজেন্ট ছিল।’

সাংবাদিকদের ওপর হামলার বিষয়গুলো কমিশনের নজরে আসছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিষয়গুলো জানি। এভাবে হওয়ার কথা না। আমরা এসব বিষয়গুলো তদন্ত করে দেখবো।’

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর