thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

সরকারে নাকি বিরোধীদল, কাল জানাবে জাতীয় পার্টি: রাঙ্গা

২০১৯ জানুয়ারি ০১ ১৭:২২:৩৬
সরকারে নাকি বিরোধীদল, কাল জানাবে জাতীয় পার্টি: রাঙ্গা

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে থাকবে, নাকি মহাজোটের শরিক হিসেবে সরকারে যোগ দেবে তা জানা যাবে বুধবার। চূড়ান্ত সিদ্ধান্ত শেষে তা কাল জানানো হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন মসিউর রহমান রাঙ্গা।

বর্তমান সংসদে বিরোধীদলে থাকলেও সরকারেও আছে জাতীয় পার্টি। রাঙ্গা নিজেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।

সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে থাকলেও গণতান্ত্রিকভাবে সংসদে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এ ছাড়া জাতীয় পার্টি সরকারের সঙ্গে ছায়াসরকার হিসেবেও থাকতে চায় বলে জানিয়েছেন তিনি। তবে দলটি বিরোধীদল হিসেবে থাকবে, না মহাজোটের শরিক হিসেবে সরকারের মন্ত্রিসভায় থাকবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে বলে জানিয়েছেন রাঙ্গা।

আলোচনা সভায় জাতীয় পার্টির এই মহাসচিব বলেন, ‘আমরা গণতান্ত্রিকভাবে বিরোধিতা করব। লাঠিসোটা নিয়ে রাস্তায় নামব না, গাড়িঘোড়া ভাঙব না। সরকারের বিরোধিতা করব মানে এই নয় যে মানুষের ওপর অত্যাচার করব, দোকানপাট লুটপাট করব। এটা আমরা করতে চাই না। আমরা চাই, গণতান্ত্রিক পদ্ধতিতে একটা বিরোধীদল, যেভাবে অন্যান্য দেশে থাকে।’

রাঙ্গা বলেন, ‘আমরা যেহেতু পরপর দুইবার সর্ববৃহৎ বিরোধীদল, সুতরাং আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রেখে কার্যক্রম চালাব। আমরা যেন একটা ছায়াসরকারে রূপান্তরিত হতে পারি।’

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর