thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দর পতনের শীর্ষে

২০১৯ জানুয়ারি ০১ ১৯:১০:২২
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দর পতনের শীর্ষে

দ্য রিপোর্ট প্রতিবেদক: বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৩ শতাংশ বা ১৫ টাকা ২০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২০১ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৫১৪ বারে ২ লাখ ৩৭ হাজার ১২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯২ লাখ ৭৬ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু জুট স্টাফলার্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৪ শতাংশ বা ৯৫ টাকা ৪০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১ হাজার ৪৩২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৮৪২ বারে ৪৫ হাজার ২২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৫১ লাখ ৫২ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে কেয়া কসমেটিক্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৫ শতাংশ বা দশমিক ৩ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৫২৮ বারে ৫১ লাখ ৭ হাজার ৭০৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২০ লাখ ৮৪ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- যমুনা অয়েল, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, দি ঢাকা ডায়িং, সায়হাম টেক্স, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং, সোনালী আশঁ ও পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর