thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

দর বাড়ার শীর্ষে এম এল ডায়িং

২০১৯ জানুয়ারি ০১ ১৯:১৪:৪৪
দর বাড়ার শীর্ষে এম এল ডায়িং

দ্য রিপোর্ট প্রতিবেদক: বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এম এল ডায়িং লিমিটেড। এই দিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৭০৬ বারে ১৩ লাখ ২ হাজার ৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১২ লাখ ৯ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস । এই কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৩২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৪ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৩৩৩ বারে ১৬ লাখ ৯৪ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৫ লাখ ১৮ হাজার টাকা।

কেপিসিএল গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৯৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৪ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ৭০৪ বারে ২৫ লাখ ৫৮ হাজার ৭৮১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বিডি এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, সিলভা ফার্মাসিউটিক্যালস, বিবিএস কেবলস, কাট্টালি টেক্সটাইল ও পেনিনসুলা চিটাগং লিমিটেড।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর