thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নোয়াখালীতে গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

২০১৯ জানুয়ারি ০২ ১১:৪৯:২০
নোয়াখালীতে গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক নারীকে গণধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রামগতি উপজেলার আজাদনগর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি স্বপনকে গ্রেপ্তার করা হয়। স্বপনের বাবার নাম আব্দুল মান্নান।

এর আগে এ ঘটনায় সোমবার (৩১ ডিসেম্বর) রাতে নয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করে নির্যাতনের শিকার ওই নারীর স্বামী। মামলার ভিত্তিতে পুলিশ বাদশা আলম নামে একজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে ধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হলো।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রাতে স্বপন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।এ নিয়ে নির্যাতনের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হলো। বাকিদের ধরতেও পুলিশ তৎপর রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর