thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

মুক্তির অপেক্ষায় শাকিব-ববির ‘নোলক’

২০১৯ জানুয়ারি ০২ ১৩:১৭:৪২
মুক্তির অপেক্ষায় শাকিব-ববির ‘নোলক’

দ্য রিপোর্ট ডেস্ক : মুক্তির অপেক্ষায় আছে শাকিব খান-ববি অভিনীত সিনেমা ‘নোলক’। ছবির শুটিং চলাকালীন অবস্থায় শাকিব-ববির বেশ কিছু রোমান্টিক লুক প্রকাশ হয়েছে একের পর এক।

মঙ্গলবার (১ জানুয়ারি) প্রকাশিত হয় একটি স্থিরচিত্র। এখানে নতুন লুকে পাওয়া গেছে শাকিব খান ও নায়িকা ববিকে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে শাকিব ও ববি দু’জনই আতঙ্কিত। ভীষণ ভয় পেয়ে ববি জড়িয়ে ধরে আছেন শাকিবকে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করে ‘নোলক’ সিনেমার প্রযোজক।

ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ‘নোলক’ টিম। ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। ২০১৭ সালে ভারতের রামুজি ফিল্ম সিটিতে ছবির শুটিং করা হয়।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপি এন্টারটেনমেন্ট কর্ণধার সাকিব সনেট বলেন, ‘ভালোবাসা দিবসের আগেই ‘নোলক’ সেন্সর করবো। সেন্সর হলেই মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করবো।’

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০২, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর