thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কৃষ্ণা কাবেরী হত্যা মামলার রায় আজ

২০১৯ জানুয়ারি ০৩ ০৯:৫৪:১৬
কৃষ্ণা কাবেরী হত্যা মামলার রায় আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার আদাবরে কলেজশিক্ষক কৃষ্ণা কাবেরী হত্যা মামলার রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দিন ধার্য রয়েছে। ২৩ ডিসেম্বর দুই পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন রায় ঘোষণার এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আব্দুল্লাহ ভূঞা গণমাধ্যমকে জানান, মামলার একমাত্র আসামি গুলশানের ব্রোকারেজ হাউস হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের ব্যবস্থাপক জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে গত বছরের ২০ এপ্রিল এ হত্যা মামলার বিচার শুরু হয়।

অভিযোগ গঠনের পর পরই আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে গেছেন। ফলে এ মামলায় আসামি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। মামলায় মোট ২২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

২০১৫ সালের ৩০ মার্চ মোহাম্মদপুরের ইকবাল রোডের ভাড়া বাসায় হামলায় মারাত্মক আহত ও দগ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যান আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক কৃষ্ণা কাবেরী মণ্ডল (৩৫)।

তার স্বামী সীতাংশু শেখর বিশ্বাস বিআরটিএর প্রকৌশল বিভাগের উপ-পরিচালক ছিলেন। ঘটনার পর তার বড় ভাই সুধাংশু শেখর বিশ্বাস জহিরুল ইসলাম পলাশকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ মে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর