thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

লিভারপুলকে মাটিতে নামাল ম্যানসিটি

২০১৯ জানুয়ারি ০৪ ১০:০৮:৪০
লিভারপুলকে মাটিতে নামাল ম্যানসিটি

দ্য রিপোর্ট ডেস্ক : থামতেই চাচ্ছিল না লিভারপুল। রীতিমতো উল্কার গতিতে উড়ছিল। সেই অলরেডদের মাটিতে নামাল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে তাদের প্রথম হারের স্বাদ দিল সিটিজেনরা। প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়েছে তারা। এতে থামল জার্গেন ক্লপের শিষ্যদের অপরাজেয় যাত্রা।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নিজেদের ডেরা ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলকে আমন্ত্রণ জানায় ম্যানসিটি। শুরুতেই অতিথিদের ওপর ঝাঁপিয়ে পড়েন স্বাগতিকরা। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখেন তারা। তবে গোলমুখ খুলছিল না। সিটির অপেক্ষার পালা শেষ হয় ৪০ মিনিটে। সফল নিশানায় দলকে লিড এনে দেন সার্জিও আগুয়েরো। চলতি লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটি ১০ম গোল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পরিশোধে মরিয়া হয়ে পড়ে লিভারপুল। সিটি শিবিরে তোলে আক্রমণের ঢেউ। সাফল্যও পেয়ে যান রেডরা। জোরেশোরে জাল কাঁপিয়ে ৬৪ মিনিটে তাদের সমতায় ফেরান রবার্তো ফিরমিনো।

তবে লিভারপুলের গোল পরিশোধের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭২ মিনিটে ঠিকানায় বল পাঠিয়ে ম্যানসিটিকে এগিয়ে দেন লেরয় সানে। পরে সমীকরণ টানতে টেবিল টপাররা আপ্রাণ চেষ্টা করলেও তা আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত বিগ ম্যাচে ২-১ গোলের বড় নিয়ে ময়দান ছাড়েন পেপ গার্দিওলার শিষ্যরা।

হেভিওয়েট প্রতিদ্বন্দ্বিতায় দুর্দান্ত জয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল সিটি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে আগুয়েরোদের ব্যবধান কমে এলো ৪। পয়েন্ট ৫৪ নিয়ে চূড়ায় টানা ২০ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের তিক্ত স্বাদ পাওয়া লিভারপুল। আর ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পার ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। চেলসি ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর