thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

টেকনাফে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

২০১৯ জানুয়ারি ০৪ ১২:৩১:১১
টেকনাফে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতের তীরে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার সংলগ্ন সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, নিহত ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী হতে পারেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

স্থানীয়দের ভাষ্য মতে, সকালে ওই এলাকায় তারা গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করেন।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘নিহত ব্যাক্তি একজন ইয়াবা ব্যবসায়ী হতে পারে। তাদের নিজের মধ্যে ইয়াবা ব্যবসার জের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার লাশ কক্সবাজার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর