thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

আমরা ক্ষুব্ধ, মর্মাহত ও উদ্বিগ্ন: ড. কামাল

২০১৯ জানুয়ারি ০৫ ০০:২৫:১২
আমরা ক্ষুব্ধ, মর্মাহত ও উদ্বিগ্ন: ড. কামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিল ইউনিয়নে ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, এ ঘটনায় গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার নির্যাতিত হয়েছে। আমরা ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও মর্মাহত।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কামাল হোসেন বলেন, ভোটের দিন রাতে সুবর্ণচরের ধর্ষণের শিকার হওয়া নারীর (৪০) ওপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত লোমহর্ষক ঘটনা ঘটেছে। জাতি হিসেবে এ ঘটনা সবাইকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করেছে। কোনো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কল্পনা করা কঠিন বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে কামাল হোসেন বলেন, এই ঘটনা আমাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করেছে।

এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য তিনি দেশের জনগণকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এই লজ্জা সমগ্র জাতির। ওই নারী নির্যাতিত নয়, বরং নির্যাতিত হয়েছে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার।

৩০ ডিসেম্বর রাতে ওই নারীর স্বামী-সন্তানকে বেঁধে তাকে পিটিয়ে আহত করা হয় এবং ধর্ষণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে বিবৃতিতে গণফোরাম সভাপতি বলেন, নির্যাতনের শিকার ওই নারী তার নিজ এলাকার একটি ভোট কেন্দ্রে নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে চাইলে, ক্ষমতাসীনদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

সরকার এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসী ধর্ষকদের পালিয়ে যেতে সাহায্য করছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় কামাল হোসেন দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

অন্যদিকে রোববার গণফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে এবং সভা শেষে বিকালে ড. কামাল সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন গণফোরামের নেতা লতিফুল বারী হামিম।

নির্বাচন শেষে পরিবর্তিত পরিস্থিতিতে কী করণীয় তা ঠিক করতেই এ সভা ডাকা হয়েছে বলে জানান তিনি।

লতিফুল বারী হামিম বলেন, সকাল ১০টায় তোপখানা রোড সংলগ্ন সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে (দ্বিতীয় তলায়) বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ০৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর