thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

নড়াইলে নারীকে কুপিয়ে হত্যা

২০১৯ জানুয়ারি ০৫ ১১:০৬:১৩
নড়াইলে নারীকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি: জেলার লোহাগড়া উপজেলায় হাজেরা বেগম নামে এক শতবর্ষী নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল-বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হাজেরা সারোল-বাগডাঙ্গা গ্রামের মৃত আমীর হোসেন খানের স্ত্রী।

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার ভোরে স্থানীয় লোকজন হাজেরার লাশ বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এনে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল পাঠায়। নিহত হাজেরার দুই ছেলে লুৎফার রহমান খান ও আকরাম হোসেন খানের সঙ্গে তাদের চাচাতো ভাই আবুল কালাম আজাদ খানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে প্রায় দুই মাস আগে আকরাম হোসেন খানকে পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ চাচাতো ভাই ও তার সমর্থকেরা। ধারণা করা হচ্ছে এ বিরোধের জের ধরে হাজেরাকে খুনের ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সাবেক ইউপি মেম্বার মো. সেলিম হোসেন জানান, নিহত হাজেরা বাড়ির যে ঘরে বসবাস করতেন সেই ঘরের বেড়া কাটা রয়েছে।

ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, ‘হাজেরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। আশা করি দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর